কালীগন্জের অগ্নিদগ্ধ শিক্ষিকা "সোমা ব্যানার্জি" মৃত্যুবরণ করেছেন।
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক সুব্রত রায় চৌধুরীর সহধর্মিনী আগুনে দগ্ধ সোমা ব্যানার্জি রবিবার দিবাগত রাত ১০ টায় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।
গত ৩রা মার্চ ঝিনাইদহের কালীগন্জে, কৃষি ব্যাংকের নিচতলার সিড়ির নিচে, জেনারেটর থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হয়। নিচতলার আগুন চারতলা পযর্ন্ত উঠে যাওয়াই, এবং দরজা খোলা থাকায়, আগুনের ধোয়া এবং আগুনের তাপে, অগ্নিদগ্ধ হন "সোমা ব্যানার্জি"। তার গায়ের মাংস ঝলসে পড়ে। অবস্হা আসংখ্যা জনক হওয়ায় কালীগন্জ স্বাস্থ
কমপ্লেক্সে রেফার্ড করা হয়। এবং সেখান থেকে অবস্হা আরো গুরুতর হলে যশোর এবং পরে খুলনায় পাঠানো হয়। সর্বশেষ তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তিনি এক মেয়ে এক ছেলে স্বামীসহ অসংখ্য ভক্ত রেখেগেছেন।
No comments