ঝিনাইদহে ১১ তম জাতীয় ও ১৯তম আন্তর্জাতিক ডাউন সির্ন্ডোম ডে উদযাপিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“চিরাচরিত ধারণা শেষ প্রবেশগম্যতায় স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানে ১১ তম জাতীয় ও ১৯তম আন্তর্জাতিক ডাউন সির্ন্ডোম ডে উদযাপিত হয়েছে। এইড ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় নেদারল্যান্ড ভিত্তিক দাতা সংস্থা লিলিয়ানা ফন্ডস এর অর্থায়নে ও সিডিডি বাংলাদেশের সহযোগিতায় ঝিনাইদহে অবস্থিত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এইড ফাউন্ডেশন এ দিবসটি পালনের আয়োজন করে। দিবস টি উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, সিগনেচার ক্যাম্পেইন, হাতের ছাপ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ, চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রকল্প ফোকাল খন্দকার আশরাফুল নাহার আশা, মোঃ আসলাম হোসেন, রাশেদুল ইসলাম, মধু মঙ্গল বাগচি সহ এইড ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। এছাড়াও অংশ নেয় অর্ধশত ডাউন সিনর্ডোম শিশু ও তাদের অভিভাবক বৃন্দ। পরে আয়োজকরা খেলাধুলায় অংশ নেয়া বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
No comments