কালীগঞ্জে কিটনাশক পানে নবম শ্রেণী ছাত্রের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে অর্ক রায় (১৩) নামের নবম শ্রেণী পড়–য়া এক ছাত্র কিটনাশক পানে আত্মহত্যা করেছে। শনিবার সকালে উপজেলার মেগুরখির্দ্দা গ্রামে এঘটনা ঘটে। সে ঐ গ্রামের অনুপ বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আজিফ।
কালীগঞ্জ থানার এসআই সেকেন্দার আবু জাফর জানান, অর্ক রায় ছোট বেলা থেকে নানা বাড়ি মেগুরখির্দ্দা গ্রামে থাকে। শনিবার সকালে অর্ক রায়ের সাথে পড়ালেখার ব্যাপারে নানা তাকে বকা দেন। এরপর অর্ক রায় ঘরের দরজা বন্ধ করে ঘাস পোড়া কিটনাশক পান করে। বাড়ির লোকজন ঘটনাটি বুঝতে পেরে তাকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির ৩ ঘন্টা পর অর্ক রায় মারা যায়। তিনি আরো বলেন, অর্ক রায় মাথায় একটু সমস্যা আছে। এর আগেও সে দুই বার গলাই ফাস দেওয়ার চেষ্টা করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
No comments