কালীগঞ্জে ফুলকলি মহিলা উন্নয়ন সমিতির অসহায় সদস্যদের ঈদ সহায়তা প্রদান
রবিউল ইসলাম-
সমাজ উন্নয়নে অসামান্য অবদানে স্বীকৃতিপ্রাপ্ত সেই জয়িতা নারী মনোয়ারা বেগম মিনু আজ ঘুরে দাড়িয়েছে। তারই হাতে গড়া ফুলকলি মহিলা উন্নয়ন সমিতির মাধ্যমে অসহায় দুস্থদের দেওয়া হচ্ছে ঈদ উপহার। রোববার ওই সংগঠনের আয়োজনে সদস্যদের নিয়ে উপজেলার পুকুরিয়া গ্রামে এক উঠান বৈঠকে ওই উপহার সামগ্রী প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মনোয়ারা বেগমের সভাপতিত্ব্ েবৈঠকে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন। সেখানে অত্র সংগঠনের প্রতিবন্ধি, দুঃস্থ ও অসহায় গরীব সদস্যদের মাঝে ঈদ উপহার সহায়তা শাড়ী ও ত্রি-পিচ দেওয়া হয়।
ফুলকলি মহিলা উন্নয়ন সমিতির প্রতিষ্টাতা মনোয়ারা বেগম জানায়, এখন তার সমিতির সদস্য সংখ্যা ৩৫ জন। তাদের সামাজিক উন্নয়নে তিনি অবিরাম কাজ করে চলেছেন। তিন ছেলে সন্তানের জননী মনোয়ারা জানায়, নিজে অনলাইন ফেসবুকে শাড়ী, ত্রি-পিচ ও জামা কাপড় বিক্রয়ের ব্যবসা করেন। এর মুনাফা দিয়েই তিনি সন্তানদের মানুষ করছেন। এমনি ভাবে একই ব্যবসার মুনাফা থেকেই তিনি বিভিন্ন সময়ে তার হাতে গড়া ফুলকলি সংগঠনের সদস্যদের সহযোগিতা করে থাকেন।
No comments