ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন
ঝিনাইদহ প্রতিনিধি\
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভাতিজা রাজুর লাঠির আঘাতে চাচা শাহাআলম
(৪৫) নামের একজন খুন হয়েছেন।
শুক্রবার সকালে কোটচাঁপুর-জীবননগর সড়কের সাড়াতলা সিরামিক কারখানা
সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক ভাতিজা রাজুকে (২৫) কে আটক
করেছে পুলিশ। নিহত শাহাআলম ওই উপজেলার ফতেপুর বেড়েরমাট গ্রামের আব্দুল
বারী ছেলে। আটক রাজু আহম্মেদ ওই গ্রামের লালন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শাহাআলম ব্যাটারি চালিত পাখিভ্যান চালিয়ে খালিশপুর থেকে
ফতেপুর দিকে আসছিলো। সেসময় পথে ভাতিজা কাঠ দিয়ে চাচা শাহাআলমের
মাথায় আঘাত করে রাজু। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায়
তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান এতথ্য নিশ্চিত
করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত থাকার
অভিযোগে নিহতের ভাতিজা রাজুকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে
ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে
আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
No comments