ঝিনাইদহে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে জব্দকৃত অবৈধ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন পৌরসভা চত্বরে ধ্বংস করা হয়। সেসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ, পৌরসভার লাইসেন্সিং অফিসার মোঃ আকরাম হোসেনর সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়া স্থানীয় তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন পদ্ম সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলায় কর্মরত সংগঠনের প্রতিনিধি এইড ফাউন্ডেশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট মোঃ নাছির উদ্দীন বিশ্বাস, পদ্মা ইয়ুথ ইনিসিয়েটিভ এর সমন্বয়কারী মোঃ মেহেদী হাসান এবং দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০১ ফেব্রুয়ারি ঝিনাইদহ পৌরসভার মেয়র মোঃ কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল এর নির্দেশনায় পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাক আহমেদ এবং পৌরসভার লাইসেন্সিং অফিসার মোঃ আকরাম হোসেনের সহায়তায় সোমবার (০৫ ফেব্রুয়ারি) বিকালে ঝিনাইদহ পৌরসভার সদর হাসপাতালের সামনের এলাকার প্রায় ৩০ টি তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান থেকে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণ ও জব্দ করা হয়।
No comments