ঝিনাইদহ পবিত্র শবে বরাতের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে পবিত্র শবে বরাতের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন কোটচাঁদপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা শহরের পুরাতন হাটখোলা জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা আব্দুর রশিদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বাহারুল ইসলাম। অপরদিকে সদর উপজেলার বিষয়খালী দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদে বাদ এশা পবিত্র শবে বরাতের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা পেশ করেন উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা অহিদুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সলেমান সরদার ও সাংবাদিক বসির আহাম্মেদ প্রমূখ।
No comments