ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদন্ড প্রাপ্ত ফেরারী আসামী মাহমুদ হাসান সুমন (৩১) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন বিষয়খালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহীন উদ্দীন জানান, ২০১৭ সালে অস্ত্রসহ সদর উপজেলার বিষয়খালী এলাকার মাহমুদ হাসান সুমনকে আটক করে পুলিশ। সেই মামলায় সম্প্রতি ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক ২ টি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। মামলার রায়ের পর থেকেই পলাতক ছিলো সুমন। ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
No comments