কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভেকু ড্রাইভার নিহত
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী মাধব হাওলাদার (২০) নামের এক ভেকু ড্রাইভার নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার সময় ঝিনাইদহ সদর উপজেলা নলডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। নিহত মাধব কালীগঞ্জ উপজেলার বড়শিমলা গ্রামের মধু হওলাদারের ছেলে। এসময় মিকাইল হোসেন রাব্বি নামের এক মোটরসাইকেল চালক মারাত্বক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত মিকাইল হোসেন রাব্বি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার বোয়ালপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ ও স্থানীয়রা জানান, নিহত মাধব নলডাঙ্গা বাজারের পাশে^ মাটি কাটা ভেকু গাড়ি চালাতো। বৃহস্পতিবার রাত ৮টার সময় কাজ শেষে মোটরসাইকেল যোগে সহযোগী মোটরসাইকেল চালক মিকাইল হোসেন রাব্বি সাথে বাড়িতে ফিরছিলেন। এসময় কালীগঞ্জ শহরের কালাহাটা মোড় নামক স্থানে পৌছালে মোটরসাইকেল স্লিপ করে পিছনে বসা মাধব রাস্তার উপর পড়লে সামনে দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থালে তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক মিকাইল হোসেন রাব্বি মারাত্বক আহত হন। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
No comments