কালীগঞ্জে চিত্রাঙ্গন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে শিল্পচর্চা একাডেমির আয়োজনে পেটরা আর্ট চিত্রাঙ্গন প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে শহরের ভূষণ রোডস্থ্য হলুদহাটাতে অবস্থিত একাডেমিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
একাডেমির শিক্ষক বাবু কার্ত্তিক ভর্ট্টাচার্যের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন। এ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অত্র একাডেমি সহ অন্যান্য বিদ্যালয়ের প্রায় শতাধিক শিশু ছাত্রছাত্রী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ প্রতিযোগিতা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন অত্র একাডেমির প্রধান চিত্রাঙ্গন শিক্ষক রায়হান হোসেন, নিয়ামত উল্লাহ ও সাইফুদ্দিন আহমেদ। অনুষ্টানে একাডেমির ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
No comments