ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
উত্তরের হিমেল হাওয়া আর কনকনে শীতে ঝিনাইদহে অসহায়, ছিন্নমূল, গরীব ও দু:স্থ্য মানুষের মাঝে শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়ন ব্যাংক ও সিও সংস্থার উদ্দ্যোগে গতকাল রাতে এ শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন সিও সংস্থার প্রতিষ্ঠতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনেদা থিয়েটারের সভাপতি একরামুল হক লিকু, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন। সেসময় প্রায় ৫ শতাধিক অসহায়, ছিন্নমূল, গরীব ও দু:স্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র ও নগদ অর্থ পেয়ে অসহায় হতদরিদ্র মানুষগুলো সন্তুষ্টি প্রকাশ করেন।
No comments