কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার-
ফেসবুকে এক ইউপি চেয়ারম্যানের মাদক সেবনের দৃশ্য ও আরেক জনের ভিজিডি চাল বিতরণে অনিয়ম নিয়ে আইনশৃংখলা কমিটির সভাতে তদন্তের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলা আইনশৃংখলা সভাতেও উত্থাপনের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদে অনুষ্টিত আইনশৃংখলা কমিটির মাসিক সভাতে ওই দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগগুলি উত্থাপিত হয়। তবে, সভাতে ওই দুই চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু, পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
সভাতে উপস্থিত সদস্যগনের মধ্যে পৌর মেয়র আশরাফ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, বেশ কিছুদিন ধরে ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুর
ইয়াবা সেবনের ভিডিও দৃশ্যটি ফেসবুকে ঘুরছে। ওই অসামাজিক ভিডিওটি এ উপজেলার জনপ্রতিনিধিদের সন্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করায় তার শাস্তির দাবী করেন। অন্যদিকে মালিয়াট ইউপির চেয়ারম্যান আজিজুল খার বিরুদ্ধে হতদরিদ্র মহিলাদের ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন সাংবাদিকরা। উক্ত দুটি ঘটনার বিষয়ে আলোচনা পূর্বক ঘটনার তদন্ত ও জেলা আইনশৃংখলা সভাতেও তা উত্থাপনের সিদ্ধান্ত হয়।
সভাতে আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ইউ পি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, অহিদুল ইসলাম অদু, নাছির চৌধুরী, আলাউদ্দিন আল আজাদ, সাংবাদিক নয়ন খন্দকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন ও সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম প্রমুখ ।
No comments