ঝিনাইদহে ডে-নাইট ক্রিকেট ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“মাদক মুক্ত সমাজ গড়ি, মাদক কে না বলি, খেলা ধুলা আকড়ে ধরী” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোদালিয়া বন্ধু ক্রিকেট টুর্নামেন্টের ডে-নাইট ক্রিকেট ম্যাচ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচটি তিতাস কাজী ক্রিকেট বনাম হুমায়ুন কাজী ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন কাজী মিবাজুন্নবী হিমেল, রাজিব হাসান ও রাব্বি হোসেন।
খেলায় হুমায়ুন কাজী ক্রিকেট একাদশকে পরাজিত করে তিতাস কাজী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হয়। ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হরিশংকরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য চঞ্চল কাজী, মোহাম্মদ শোয়েব বিশ্বাস, শিহাব কাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments