ঝিনাইদহে পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে উত্তরের হিমেল হাওয়া আর কন কনে শীতে অসহায়, গরীব ও দু:স্থ্য পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) এর উদ্দ্যোগে বুধবার দুপুরে ঝিনাইদহ সদর শাখা অফিসে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্ধোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচীর উপ-পরিচালক ফিরোজ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি, এসএটিভি ও দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড ও দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, পল্লী মঙ্গল কর্মসূচী (পি এম কে) এর ঝিনাইদহ জেলা শাখার সহকারী প্রোগ্রাম ম্যানেজার হারুন উর-রশীদ, সদর শাখা ব্যাবস্থাপক দিলশাদ আলীসহ পি এম কে এর কর্মকর্তারা। সেসময় সদর শাখা অফিসের ৫’শত সদস্যের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীত বস্ত্র পেয়ে অসহায় হতদরিদ্র পল্লী মঙ্গল কর্মসূচীর সদস্যরা সন্তুষ্টি প্রকাশ করেন। উল্লেখ্য, পল্লী মঙ্গল কর্মসূচীর ঝিনাইদহ জেলার ৫ টি শাখাসহ যশোর জোনের ১১ টি শাখায় ৫ হাজার ৫’শত কম্বল বিতরণ করা হয়েছে।
No comments