ঝিনাইদহে জাপা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা
ঝিনাইদহ প্রতিনিধি-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ঝিনাইদহের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা ততই বাড়ছে। আওয়ামী লীগ, সতন্ত্র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণা জোরেসোরেই চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা। ৪ টি আসনেই তাদের প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
বুধবার সকালে ঝিনাইদহ ২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মাহফুজুর রহমান শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন। সেসময় ভোটারদের মাঝে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়াও তিনি দিনভর ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা তিনি নানা শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন।
সেসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আব্দুর রহমান হিমেল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার আলী পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ রনি, বিপিএল’র ক্রিকেট খেলোয়াড় নিজাম উদ্দিন মানিকসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।
No comments