ঝিনাইদহে প্রতিপক্ষের গুলিতে চাচা ভাতিজা নিহত
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের মহেশপুরে প্রতি পক্ষের গুলিতে চাচা মন্টু মিয়া (৩২) ও ভাতিজা শমীম হোসেন (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার বিকালে (১৭ জানুয়ারি) ওই উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম একই গ্রামের সামছুল রহমানের ছেলে এবং মন্টু মিয়া নয়ন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, বেশকিছু দিন ধরে শামীমের চোরাকারবার ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় শামীম তরিকুল ইসলামের নামে মহেশপুর থানায় একটি মামলা করে। সেই মামলায় জেলে ছিল তরিকুল। গত সোমবার তরিকুল জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে। বাড়ীতে আসার পর শামীমের দলবলের চাপে সে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। বুধবার বিকালে শামীম তার দলবল নিয়ে তরিকুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। সেসময় তরিকুল ইসলাম তার বাড়ীর ছাদ থেকে শামীম লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায়। গুলি বৃদ্ধ হয়ে আহত হয় মন্টু। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আসামীরা পলাতক রয়েছে।
No comments