ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের বই বিতরণ উৎসব
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান এর সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য প্রদান করেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ আব্দুর রশিদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও জেলার ৬ উপজেলায় বই উৎসব করা হয়।
No comments