হরতালের সমর্থনে ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল গ্রেফতার দুই
স্টাফ রিপোর্টার-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে ডাকা ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি’র নেতাকর্মীরা। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হামিদের নেতৃত্বে পৃথক দুইটি মিছিল বের হয়। ফিরোজের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা রোডস্থ ভ্যানস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জাবেদ আলী, সুজা উদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, তোফাজ্জল হোসেন তপন, সোহেল রানা প্রমুখ। এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্যে তিনি বলেন, এই নির্বাচন গণতন্ত্র ধ্বংসের নির্বাচন। ভোটে জনগণের কোন প্রয়োজন হবে না। সন্ধ্যায় তল্পিবাহক নির্বাচন কমিশন শুধু ফলাফল ঘোষণা করবে। অন্যদিকে হামিদের নেতৃত্বে মিছিলটি হাট চাঁদনী থেকে বের হয়ে হাসপাতাল রোডস্থ সরকারি প্রথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা হরতাল সফল করে অবৈধ নির্বাচন বর্জনের জন্য জনগনের প্রতি আহবান জানান। এদিকে মিছিল শেষে বাড়ি ফেরার পথে নিয়ামতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার ও ছাত্রদল কর্মী সাগর হোসেন নামে দুইজনকে আটক করে পুলিশ।
কালীগঞ্জ থানার এস আই কাবিরুল ইসলাম গ্রেফতারের তথ্য নিশ্চেত করে জানান, অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
No comments