কালিগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ
তাসনিম মুহসিন কালীগঞ্জ,ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারবাজার বাদেডিহি ও পৌরসভার কাশিপুর গ্রামে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরন করা হয়েছে। ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয়। শনিবার দুপুর ৩ টার সময় বারবাজার বেদে পল্লিতে ১৫০ জনের মাঝে এবং বিকাল ৪ টার সময় পৌরসভার কাশিপুর গ্রামের বেদে পল্লীতে ২৫০ জন বেদে সমপ্রদায়ের নারী পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) ইমরান হোসেন,সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু আজিফ।
No comments