ঝিনাইদহ-হরিনাকুন্ডু ২ আসনে নৌকার পালে ক্ষুরধার ঈগলের থাবা,গণজোয়ার মহুলের।
তাসনিম মুহসিন-
ঝিনাইদহের প্রতিটা ইউনিয়নে গনসংযোগ পথসভা করছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল। সে সময় গণজোয়ার আর মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। ঝিনাইদহ হরিনাকুন্ডুর জনগনের চাওয়া এবার পরিবর্তন হবে জনপ্রতিনিধি, ব্যাপক জনসংযোগের মাধ্যমে ইতিমধ্যে তৃনমূলের মন জয় করেছেন স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
জানা যায়, এবার ঝিনাইদহের দুই(২) আসনের মোট ভোটার সংখ্যা চর লক্ষ ছিয়াত্তর হাজার তিনশতো(৪,৭৬,৩০০) যার মধ্যে পুরুষ ভোটার, দুই লক্ষ সাইত্রিশ হাজার পাচশতো তেত্রিশ(২,৩৭,৫৩৩) জন এবং মহিলা ভোটার দুই লক্ষ আটত্রিশ হাজার সাতশত বাষট্টি(২,৩৮,৭৬২) জন। মোট কেন্দ্রের সংখ্যা ১৮৫ টি। সার্বিক জরিপে এখন পর্যন্ত গণজোয়ার রয়েছে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল পাখি মার্কায়।
মাঠ জরিপে হরিনাকুন্ডুর সাধারণ জনগণের সাথে কথা হলে তারা সাংবাদিকদের জানান,গত দশ(১০) বছরে হরিনাকুন্ডুর দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি,সাধারণ জনগণ সংসদ সদস্যকে কখনোই জনগণের কাছে পাইনি, অবহেলিত জনপদে পরিনত হয়েছে হয়েছে হরিনাকুন্ডু আটটি ইউনিয়ন। জানা যায়,ভায়না, জোড়াদাহ,তাহেরহুদা,দৌলতপুর,কাপাসহাটিয়া,ফলসি,রঘুনাথপুর,চাঁদপুর কোনো ইউনিয়নে দৃশ্যমান কোনো উন্নয়ন করেননি বর্তমান সংসদ সদস্য।
এদিকে ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে সাংসদ নির্বাচনের দুই(২) আসনে ১৪ টি ইউনিয়ন অংশ নিবে সাধুহাটি,মধুহাটি,সাগান্না,কুমড়াবাড়ীয়া, পাগলাকানাই, পোড়াহাটি,দৌগাছি,হরিশংকরপুর, পদ্মকর,গান্না,কালীচরনপুর,ফুরসন্ধি,হলিধানি,সুরাট
সরেজমিনে প্রতিটি ইউনিয়নে তৃনমুল পর্যায়ের মানুষের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ দশ(১০) বছরের অবহেলিত জনগোষ্ঠীর নাম ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নবাসী, এবার আমরা পরিবর্তন চাই, সকলেরই একটাই কথা নাসের শাহরিয়ার জাহেদী মহুল একজন ভালো মানুষ তিনার হাতেই ঝিনাইদহের উন্নয়ন হবে,আমরা এবার স্বতন্ত্র প্রার্থীর ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো।
ঝিনাইদহের নির্বাচনকে সামনে রেখে ব্যাপক হারে জনসংযোগ চালিয়ে যাচ্ছে নাসের শাহরিয়ার জাহেদী মহুল, আর প্রতিটি গণসংযোগে বাধভাঙ্গা জনগণ প্রতিশ্রুতি দিয়েছেন তারাও নাসের শাহরিয়ার জাহেদী মহুলের ঈগল মার্কায় ভোট দিবেন। হাজার হাজার জনগণের সামনে মনোমুগ্ধকর বক্তব্য রেখে মানুষের মন জয় করছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
আসন্ন ৭ ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কথা হয় ঝিনাইদহের জনগণের মধ্যমনি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সাথে তিনি সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্য বলেন, দীর্ঘদিনের অবহেলিত জনপদের সার্বিক অবকাঠামোর উন্নয়ন ও জনগণের জীবনযাপনের মান উন্নয়ন করতে এবার ঈগল পাখি মার্কায় ভোট দিন আমি নির্বাচিত হলে ঝিনাইদহের বেকারত্ব সমস্যা সবার আগে দূর করবো।সেই সাথে স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,আধুনিক মানসম্পন্ন মেডিকেল কলেজ সহ,হাসপাতাল রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের আপ্রান প্রচেষ্টা থাকবে।তিনি তার সংসদীয় আসনের জনগনকে সাংবাদিকদের মাধ্যমে আরও জানান,আপনারা উৎসবমুখর ও নির্বিঘ্নে ভোট দিতে ভোট কেন্দ্রে আসবেন।এছাড়াও তিনি জনগণের কাছে ভোট ও দোয়া চেয়েছেন ঈগল পাখি মার্কায়।তিনি আরও জানান,জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে আমাকে আপনাদের মহামূল্য ভোট দিয়ে জয়যুক্ত করুন।
No comments