কালীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে।
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর এলাকায় আব্দুর রশিদ মোল্লা নামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে কেউ ছিলেন না। তারা সবাই বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নির্বাচনী অফিসে গিয়েছেলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভাঙা। চোরেরা ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
প্রবাসীর স্ত্রী বিউটি বেগম জানান, মেয়েসহ তারা বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন চোরেরা ঘরের তালা ভেঙে সব চুরি করে নিয়ে গেছে। ঘরে তার স্বামীর বড় ভাইয়ের হালখাতার সাড়ে চার লাখ টাকা, প্রবাসী স্বামীর পাঠানোসহ নগদ ৯ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ছিল সবমিলিয়ে ২৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, এমন খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
No comments