ঝিনাইদহে এমপি সমি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। শনিবার বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, পদ্মাকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিকাশ বিশ^াস, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, বিশারত আলী, কৃষকলীগ নেতা হাফিজুর রহমান তোতাসহ নেতৃবৃন্দ। এসময় আওয়ামীলীগের মনোনিত নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি বলেন, আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান।
No comments