কালীগঞ্জে কৃষক সমাবেশ পিআইএল এর উদ্যোগে

 স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে ফিরোমন ইন্ডাষ্ঠ্রিজ লিমিটেড বালিয়াডাঙ্গা কালীগঞ্জ ঝিনাইদহের উদ্যোগে সমৃদ্ধ চাষী , উন্নত জাতি সেøা গানকে সামনে রেখে কালীগঞ্জ শহরের কালীগঞ্জ- কোটচাঁদপুর সড়কের ফিরোমন ইন্ডাষ্ঠ্রি লিঃএর কার্যালয়ে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।  

মোঃ মকছেদ আলীর সভাপতিত্বে উক্ত সমাবেশে 

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক চিত্রা নিউজ  এর সম্পাদক মোঃ সোলায়মান হোসাইন, আলোচনা রাখেন পিআইএল এর পরিচালক কে এম মনোয়ার হোসেন (হিমেল),অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন পিআইএলের অডিট ও মনিটরিং অফিসার শামিমা নাসরিন,এরিয়া ম্যানেজার নজরুল ইসলাম। উপস্থাপনায় ছিলেন জাহিদুল ইসলাম মার্কেটিং অফিসার কালীগঞ্জ ঝিনাইদহ।


No comments

Powered by Blogger.