ঝিনাইদহে এক যুবলীগ নেতার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে এক যুবলীগ নেতার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগের সদস্য শাহ্ মোঃ ইব্রাহিম খলিল রাজা রাজনৈতিক প্রতিহিংসার স্বিকার হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে নৌকা প্রতিকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমির পক্ষে নির্বাচনী প্রচারণা করার অপরাধে তার নামে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অতিসম্প্রতি বিকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বাসুদেবপুর বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বসে ছিলেন তিনি। এমন সময় পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও ঈগল প্রতিকের সতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক শহিদুল ইসলাম হিরণ শোডাউন নিয়ে বাজারে যাচ্ছিলেন। সেসময় হিরণের লোকজন নৌকার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তখন নৌকার দুই সমর্থককে মারপিট করে মারাত্মক আহত করে। এরই ফাকে কে-বা কারা হিরণের প্রাইভেটকার ভাংচুর করে। সেই মামলায় রাজাকে আসামি করা হয়। অবশেষে একদিন কারাভোগ শেষে তিনি গত বৃহস্পতিবার বিকালে জামিনে মুক্ত হন। ঐদিন বিকালে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে নৌকা প্রতিকের সমর্থক ও সতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন তিনি ঝিনাইদহ শহরে অবস্থান করছেন। এ ঘটনায় তাকে আসামি করে তার নামে মামলা দেওয়া হয়েছে। তিনি এই মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলার সুষ্ঠতদন্ত সাপেক্ষে অব্যহতি চেয়ে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।
No comments