হরিণাকুন্ডুতে ২ টি অস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর এলাকার শুড়া গ্রামের সাবেক সেনা সদস্য ও সেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান শামিম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু সাইদ (৩৬) নামের এক কুখ্যাত সন্ত্রাসীকে দুইটি অস্ত্রসহ গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬।
শনিবার বিকালে ঝিনাইদহ র্যাব-৬ স্কোয়াডন লিডার মোঃ ইসতিয়াক হুসাইন এক সংবাদ বিজ্ঞপ্তি এ খবর জানায়।
র্যাবের ওই কর্মকর্তা আরও জানান, শনিবার ভোর রাতে হরিণাকুন্ডু শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখঃ গত ২৩ নভেম্বর রাতে এশার নামাজ পড়ে শুড়া গ্রামের খালের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন শামিম। সেসময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পর দিন ২৪ নভেম্বর হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মালমাল আসামী র্যাবের আভিযান চালিয়ে শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের মাধ্যমে হরিণাকুন্ডু শহরে অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে। শনিবার ভোরে সেখানে অভিযান চালিয়ে আবু সাইদকে দুইটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার হয়।
No comments