মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে একজন আটক ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
তাসলিম মুহাসিন স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ডেফলবাড়ী এলাকায় মরা ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে একজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট এস এম নুরুন্নবী এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সদর উপজেলার নৈহাটি গ্রামের গ্রামের এনামুল মণ্ডলের ছেলে সবুজ মণ্ডল।
সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনোজ কুমার জানান, সদর উপজেলার গান্না হাট থেকে পাঁচটি মরা ছাগল অটোযোগে ডেফলবাড়িয়া নিয়ে এসে তা জবাই করে বিক্রির জন্য প্রস্তুত করছিল। পরে ঘটনাস্থলে জেলা গোয়েন্দা পুলিশের একটা দল তাদেরকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম নুরুন্নবী জানান, অভিযুক্ত ওই ছাগল ব্যবসায়ী নিজের দোষ স্বীকার করলে তাকে নগদ এক হাজার টাকা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুয়েল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
No comments