ঝিনাইদহে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সরিষা ক্ষেত পরিদর্শন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা সরিষা ক্ষেত পরিদর্শন করেছে। সোমবার দুপুরে সদর উপজেলার মিয়াকুন্ডু গ্রামের মাঠের বিস্তৃর্ন সরিষা ক্ষেত পরিদর্শন করেন সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আক্তার সুমী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী সহ উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। মাঠে মাঠে ফসলের ব্যপক সমাহার দেখে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর মিয়াকুন্ডু গ্রামের মাঠে ৩’শত ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এবছর সরিষার বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদি।
No comments