কালীগঞ্জে বিএনপির হরতাল সমর্থনে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ তফসিল বাতিল, নেতা কর্মীদের গ্রেফতার, হামলা, মামলার প্রতিবাদে ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কেন্দ্রিয় ঘোষিত কর্মসূচী সফল করার জন্য বিভিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে কালীগঞ্জ উপজেলা বিএনপি। মঙ্গলবার সকাল ১১টার দিকে কালীবাড়ির মোড় থেকে ফয়লা রোডে তারা বিক্ষোভ মিছিল বের করে। কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ এর নেতৃত্বে কালীগঞ্জ উপজেলার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিশিলে অংশ নেন। বিক্ষোভ মিছিল থেকে সর্বাত্মক হরতাল, অবরোধ সফল করার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানান হয়।
No comments