নির্বাচন বর্জনে কালীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার-
এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহবানে ঝিনাইদহের কালীগঞ্জে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
শনিবার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির’ আয়োজনে বানুড়িয়া বাজার এলাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে সাধারন মানুষের মাঝে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। তারা বিভিন্ন হাট বাজার, দোকানপাটে গিয়ে সাধারন ভোটার ও মানুষের অবৈধ ভোট বর্জনে আহবান জানান।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, আব্বাস আলী, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন, তাঁতি দলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোকসুদুল মমিন, শ্রমিক নেতা মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলামসহ অন্যান্যরা।
এক সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ আগামী ৭ জানুয়ারি সাধারণ মানুষকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করে বলেন, তাদের প্রার্থী ঠিক করা আছে। ভোট দিলেও যা হবে, না দিলেও তাই হবে। এই একতরফা নির্বাচন বর্জন করে অচিরেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে গণতন্ত্র ফিরে আসবে।
No comments