কালীগঞ্জে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার-
র্নিদলীয় তত্বাবধাযক সরকার , অবৈধ তফসিল বাতিল ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ১২ ও ১৩ ডিসেম্বরের সর্বাতœক অবরোধের সমর্থনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে মশাল হাতে বিক্ষোভ মিছিলটি উপজেলার বেজপাড়া প্রথম আলো সড়ক এলাকা থেকে শুরু হয়ে খয়েরতলা এলাকায় কোল্ড স্টোর সামনে এসে শেষ হয়।কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কালীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল , ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিল শেষে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ জানান , চলতি বছরের ২৮ অক্টোবর থেকে বিএনপির ধারাবাহিক সব আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমার নেতা তারেক রহমানের নির্দেশে রাজপথের আছি থাকবো ইনশাল্লাহ।
No comments