কালীগঞ্জে বিদ্যুৎ¯পৃষ্টে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎ¯পৃষ্টে রনি খান (৬) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মাসলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রনি খান ওই গ্রামের ইকরাম খানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা মোহাম্মদ আবু আজিফ।
সুত্রে জানা গেছে, টিনের ঘরের ছাউনিতে বিদ্যুতের তার টিনে ঘষা লেগে তারটি লিকেজ ছিল। এসময় শিশু রনি অসাবধানতা বসত টিনে হাত দিলে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে তিনি মারাত্বক আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
No comments