কালীগঞ্জে সাবেক মেম্বরকে পিটিয়ে জখম

 


স্টাফ রিপোর্টার -

ঝিনাইদহের কালীগঞ্জে সিরাজুল ইসলাম নামের এক সাবেক মেম্বরকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার দামোদরপুর বাজারে এঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজুল ইসলাম নিজে বাদী হয়ে আব্দুর রাজ্জাকসহ তিন জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন, উপজেলার দামোদরপুর গ্রামের নুর ইসলামের ছেলে মনিরুল ইসলাম ও সেলিম হোসেন। সিরাজুল ইসলাম শশার পাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 

লিখিত অভিযোগে জানা গেছে, সোমবার রাতে সিরাজুল ইসলামের মুদি দোকানে হালখাত শেষে দোকান বন্ধ করেন। দোকান বন্ধ করার সাথে সাথে অভিযুক্তরা সিরাজুল ইসলামকে ডেকে এক পাশে নিয়ে ২০ হাজার টাকা পাওনা দাবী করেন। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি ভাবে কিল-ঘুসি ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে আহত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এসময় তার কাছে থাকা নগদ ১ লাক ৫০ হাজার টাকা অভিযুক্তরা ছিনিয়ে নিয়েছেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু আজিফ জানান, মারপিটের ঘটনার একটি অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব বলে 

জানান এই কর্মকর্তা।

No comments

Powered by Blogger.