ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
শীতে কাপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তীব্র এই শীতে সমাজের নি¤œ আয়ের মানুষকে একটু উষ্ণতা দিতে ঝিনাইদহ লেডিস ক্লাবের উদ্যোগে ৩’শত ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিকালে লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে শহরের পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক পতœী শারমিন আক্তার। সেসময় লেডিস ক্লাবের সহ-সভাপতি ও জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম, সহ-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমী, কোষাধ্যক্ষ রাশেদা খানম সহ অন্যান্য নির্বাহী সদস্য ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে শহরের বিভিন্ন এলাকার ৩’শত ৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতে কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো।
No comments