ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে একজন নিহত



ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষি আফিসের সামনে দুই মোটরসাইকেলের 

মুখোমুখি সংর্ঘষে মকলেছুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সেসময় 

আহত হয়েছেন আরও দুই জন। আহদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্ব্যাস্থ্য 

কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুর ১২ টার সময় ওই উপজেলার কৃষি অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। 

নিহত মকলেছুর রহমান একই উপজেলার বেলেমাঠ গ্রামের আনসার আলীর ছেলে। 

আহতরা ওই উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মকলেছুর রহমান সকালে বাড়ী থেকে শহরের কৃষি অফিসের দিকে 

যাচ্ছিলেন। পথে ওই স্থানে পৌছালে বিপরিদগামী আর একটি মোটরসাইকেলের 

মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিন জন মাটরসাইকেল আরহী গুরুতর আহত হয়। পরে 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে 

চিকিসৎসক মকলেছুর রহমানকে মৃত ঘোষনা করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম উদ্দীন জানান, খবর পেয়ে 

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা 

গ্রহন করা হবে।

No comments

Powered by Blogger.