ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে পালিত হল ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় সংগীত ও পতকা উত্তোলন শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আজিম-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, জেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) জাফর ইকবালসহ ঝিনাইদহ জেলার সমবায় সমিতির নেতৃবৃন্দ।
No comments