পুলিশ সদস্য আমিরুল হত্যায় কালীগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠনের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
আব্দুস সালাম (জয়)-
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টন এলাকায় দায়িত্ব পালনকালে রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে বিক্ষোভ, প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন।
রোববার (১২ নভেম্বর) সকাল ১১ টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শাখার আয়োজনে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর তারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তি যোদ্ধা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক পলাশ জোর্য়াদ্দার তুহিন, সহ-সভাপতি আরাফাত হোসেন অপু, গোলাম আকবর, শরিফুল ইসলাম, হানিফ মন্ডল, বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমুল হুদা মিন্টুসহ সংগঠনের সদস্যবৃন্দ। এ অবস্থান কর্মসুচি শেষে কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে ওইদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপি-জামাত রাজধানী জুড়ে যে তান্ডব চালিয়েছে তা নজির বিহীন। তারা পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে পিটিয়ে, কুপিয়ে হত্যা করে তার মৃতদেহের উপর তান্ডব চালিয়ে নৃত্য করেছে। এ সময় তারা প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য, অসংখ্য সাংবাদিকসহ সাধারণ মানুষকে আহত করেছে, অনেক যানবাহনে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে। তাদের নৃশংসতা দেখে কোনভাবেই এটিকে কোন রাজনৈতিক কর্মকান্ড বলা যাবে না। এটি কোন রাজনৈতিক দলের কাজ হতে পারে না।
তারা বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি আবারো আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এই অপশক্তিকে যেকোন মূল্যে প্রতিহত করতে হবে। এহেন পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে মুক্তিযোদ্ধার সন্তানসহ দেশপ্রেমিক জনতার ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।
নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল ইসলামের আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্য, আত্মীয় পরিজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। তারা তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। নেতৃবৃন্দ আহত পুলিশ সদস্য ও সাংবাদিকদের দ্রত সুস্থতা কামনা করেন।
No comments