কালীগঞ্জে “রোড টু স্মার্ট বাংলাদেশ "ক্যাম্পেইন” প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে “রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন” প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই ক্যাম্পেইন” প্রশিক্ষণের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, আওয়ামীলীগ নেতা গোলাম কিবরিয়া অনু, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যপক জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান তপু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জনপ্রতিনিধি। এসময় উপস্থিত ছিলেন, “রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন” এর আঞ্চলিক সম্বায়ক দেব্রত সাহা বাঁধন, সাবেক ছাত্রলীগ নেতা সামী। এছাড়া মাস্টার ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন, ড. সাজ্জাত হোসেন ও শরিফুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এসময় কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান বলেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক ভোটারের দোরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোট কেন্দ্রে আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই কার্যক্রমের অংশ হিসেবে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ভোট প্রার্থনা কর্মীর ক্যাম্পেইন” প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ক্যাম্পেইন” প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে প্রায় ১২শত ভোট প্রার্থনা কর্মী অংশ গ্রহন করে।
No comments