ঝিনাইদহে নারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে নারীনির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ দূর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের আয়োজনে শনিবার সকালে ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

কর্মসূচীতে ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন.এম.শাহাজালাল, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, নারীর নিরাপদ জীবন বির্নিমানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব পালনের প্রতি জোর দাবী জানান।



 

No comments

Powered by Blogger.