প্রথম আলোর দেশসেরা সাংবাদিক হওয়ায় আজাদ রহমানকে কালীগঞ্জ প্রেসক্লাবের ফুলেল সংবর্ধনা
স্টাফ রিপোর্টার-
তৃতীয়বারে মত প্রথম আলোর দেশসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় সাংবাদিক আজাদ রহমানকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন কালীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রোববার সন্ধায় শহরের নিমতলা বাসস্টান্ডে কালীগঞ্জ প্রেসক্লাব ভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়। আজাদ রহমান ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক। এই উপলক্ষে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান আলী সাজুর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, নির্বাহী সদস্য ও কলামিষ্ট এমএ কাদের, চিত্রা নিউজ ২৪ ডটকমের সম্পাদক সোলাইমান হোসাইন, দৈনিক নয়া দিগন্তের গোলাম রসুল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম, সাপ্তাহিক সোনার বাংলার ইকবাল হোসাইন, দৈনিক জনবানীর হামিদুল ইসলাম, উপদেষ্ট সদস্য ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টু, দৈনিক নবচিত্রের হুসাইন কবির সুজন, হরেন্দ্রনাথ সুত্রধর, পিন্টু সরকার, ও দৈনিক জনতার ইস্তেহারের প্রবীর কুমার বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সস্পাদক ও দৈনিক বীর জনতা পত্রিকার নিজস্ব প্রতিবেদক বাবুল আক্তার।
No comments