কালীগঞ্জে পিজি সদস্যদের ক্লাইমেট স্মার্ট সেড পরিদর্শন ও প্রশিক্ষন অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার- 

ঝিনাইদহের কালীগঞ্জে ছাগল পালন পিজি সদস্যদের মাঝে সরকারি প্রণোদনার ক্লাইমেট স্মার্ট সেড পরিদর্শন ও প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার পাইকপাড়া ছাগল পিজিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তৃতা করেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। এ সময়ে উপস্থিত ছিলেন, সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোছা. শারমিন আক্তার, এলএমএ রেজোয়ান কবীরসহ পিজি সদস্যরা।

এসময় উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের আওতাধীন "প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প" (এলডিডিপি) প্রকল্পের আওতায় ৩০ জন ছাগল পালন পিজি সদস্যদের মাঝে সরকারি প্রণোদনার ২৫ হাজার টাকা ব্যয়ে ছাগলের ঘর নির্মাণের তদারকি ও পিজি সদস্যদের উন্নয়ন প্রকল্পের খোজখবর নেওয়া হয়।





 


No comments

Powered by Blogger.