এলাকায় নেই পরিচিতি, রাজনীতিতেও অতিথি পাখির মতো ঝিনাইদহ-৪ আসনের এমপি হতে চান অনন্ত ১৫ জন
স্টাফ রিপোর্টার ॥
এলাকার মানুষের সঙ্গে নেই যোগাযোগ। ভোটাররাও নাম শুনেননি কোনো দিন। রাজনীতির ময়দানেও দেখা মিলেনি কোনোদিন। দুর্যোগ-দুর্বিপাকেও মানুষের পাশে দেখা যায়নি তাদের। রাজনীতিতেও অতিথি পাখির মতো এমন নেতারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য হতে চান। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই সংসদে যাওয়া নিশ্চিত-এমন চিন্তা থেকে ঝিনাইদহ-৪ আসন থেকে নেতা, পাতিনেতা, প্রবাসী, আইনজীবী, পেশাজীবী সবাই প্রার্থী হতে চান। আবার কেউ কেউ মনোনয়ন পাবেন না জেনেও রাজনৈতিক প্রোফাইল সমৃদ্ধ করতে দলীয় মনোনয়ন সংগ্রহ করছেন। এপর্য়ন্ত ঝিনাইদহ-৪ আসনে ১৫ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এখনো অনিশ্চিত। ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা রাজপথে আন্দোলনরত। এই অবস্থায় রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচন আয়োজনকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগ নেতারা নির্বাচনকে ছেলের হাতে মোয়া হিসেবে ভাবছেন। তাদের ধারণা বিএনপি নির্বাচনে অংশ নেবে না এবং অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবেই আওয়ামীলীগের প্রার্থীরা বিজয়ী হবেন। তাই নৌকার টিকিট পাওয়া মানেই সংসদ সদস্য নির্বাচিত হওয়া- এমন ধারণা পোষণ করছেন তারা। যে কারণে দলীয় মনোনয়নের জন্য সবাই দাঁড়িয়েছেন এক লাইনে। বর্তমান সংসদ, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা,আইনজীবি, পেশাজীবী, সাবেক পৌর মেয়র ও প্রবাসী থেকে শুরু করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ থেকে কেউ বাদ যাচ্ছেন না। যদিও এসব নেতার অনেকেরই নাম এলাকার মানুষ এর আগে শোনেননি। করোনা মহামারি ও ভয়াবহ বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগেও কখনো দেখা মেলেনি এসব নেতার অনেকেরই।
এদিকে গতকাল পর্যন্ত ঝিনাইদহ-৪ আসনে ১৫ জন নেতা আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ¦ সাইদুল করিম মিন্টু, কেন্দ্রীয় বাস্তোহারালীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন বাবু, বর্তমান সাংসাদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন থেকে বার বার নির্বাচিত চেয়ারম্যান ও সাবেক ছাত্র নেতা আয়ুব হোসেন খাঁন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসাদ মরহুম আব্দুল মান্নানের সহ-ধর্মীনি শামীম আরা মান্নান, আওয়ামীলীগ নেতা গোলাম বিবরিয়া অনু, কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবয় বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগর, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য কাজী আল মোমিন রুপক, ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রাশেদ সমশের, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, আওয়ামীলীগ নেতা মীর আমিরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন ও এ্যাডভোকেট অয়ন ইসলাম।
ঝিনাইদহ-৪ আসন মূলত কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা, ঘোড়শাল, ফুরসনিন্দ ও মহারাজপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ৬২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৮৪৬ জন।
No comments