কালীগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সটাফ রপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবলীগের আযোজনে এই উপলক্ষে শনিবার সন্ধায় কোটচাঁদপুর রোডস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন। সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইদ্রিস আলী বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপন, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খা প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা বুরহান উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক অমিত সিকদার বিশু, আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা রহমত আলী, সেলিম হোসেন, দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মেজবা উদ্দীন, ইয়াছিন আরাফাত ও আশিকুর রহমান আকাশ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বাস্তুহারালীগসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
No comments