কালীগঞ্জে জেল হত্যা দিবস পালিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকালে শহরের কোটচাঁদপুর রোডস্থ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক এমপি আব্দুল মান্নানের সহধর্মীনি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শামিম আরা মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপুর সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন সেলিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহেদ কবির লিমন, সাধারণ স¤পাদক কাজী রিপন, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক মুসফিকুর রহমান ডাবলু, অমিত সিকদার বিশু, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন মোশা, বারোবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বারবাজার ইউনিয়ন আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়ার মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, হাফেজ সাহিনুর রহমান।
No comments