জিয়াউর রহমান ও তারেক রহমানের বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
জিয়াউর রহমানের মরনোত্তর ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে বঙ্গবন্ধু সৈনিক লীগ ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। সেসময় বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি সৈয়দ আল ইমরান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান রানাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ১৯৭৫ সালের ৭ নভেম্বর তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও কর্মকর্তাদের হত্যা জিয়াউর রহমানকে মরনোত্তর ও বিএনপির আন্দোলনের নামে সাধারণ মানুষ ও পুলিশ হত্যাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবী জানান।
No comments