কালীগঞ্জে বিএনপির অবরোধ কর্মসূচী পালন
স্টাফ রিপোর্টার-
বিএনপির কেন্দ্র ঘোষিত দ্বিতীয় দফার অবরোধ কর্মসুচী পালন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। সোমবার বিকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের সমর্থকেররা পৌরসভার খয়েরতলা সড়কে ঝটিকা মিছিলের মাধ্যমে অবরোধ কর্মসূচী পালন করে। পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের নেতৃত্ব মিছিলে অংশ নেয় কালীগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জানান , শত প্রতিকুলতা উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশে ও জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে রাজ পথে আছি। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। তবে আইনশৃংখলা রক্ষকারী বাহিনীর তৎপরতায় বেশি সময় বিএনপি নেতা কর্মীরা সড়কে অবস্থান নিতে পারেনি।
No comments