কালীগঞ্জ প্রেস ক্লাবের অভিনন্দন জানিয়ে বিবৃতি আবারও প্রথম আলোর দেশসেরা সাংবাদিক হলেন আজাদ রহমান
শাহজাহান আলী সাজু॥
ঝিনাইদহের কালীগঞ্জ প্রেস ক্লাবের উপদেষ্টা সদস্য ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান তৃতীয়বারে মত প্রথম আলোর দেশসেরা সাংবাদিক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কালীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান আলী সাজু , সাধারণ সস্পাদক ও দৈনিক বীর জনতার নিজস্ব প্রতিবেদক বাবুল আক্তার, , চিত্রা নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও দৈনিক অনির্বান পত্রীকার ঝিনাইদহ জেলা রিপোটার সোলায়মান হোসাইন সহ-সভাপতি ও ভোরের ডাকের এনামুল হক সিদ্দিক, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক স্বদেশ প্রতিদিনের রবিউল ইসলাম, দৈনিক জাগারণ পতিকার জেলা প্রতিনিধি খালিদ হাসান, দৈনিক নবচিত্রের হুসাইন কবির সুজন, সাপ্তাহিক সোনার বাংলার ইকবাল হোসাইন, দৈনিক জনবানীর হামিদুল ইসলাম,অফিস সম্পাদক ও দৈনিক নতুন খবরের রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য ও কলামিষ্ট এমএ কাদের, দৈনিক নয়া দিগন্তের গোলাম রসুল, বীর জনতার বারোবাজার প্রতিনিধি বাদশা আলী, দৈনিক নবচিত্রের হরেন্দ্রনাথ সুত্রধর, পিন্টু সরকার, দৈনিক আলোকিত সকালের খালেদ-বিন রাব্বি ও দৈনিক জনতার ইস্তেহারের প্রবীর কুমার বিশ^াস,সাংবাদিক সাগর প্রমূখ।
শুক্রবার প্রথম আলোর রজতজয়ন্তী উপলক্ষে ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনষ্টিটিউট মিলয়াতনে স¤পাদক মতিউর রহমান তার হাতে ২০২৩ সালের সেরা সাংবাদিকের পুরষ্কার তুলে দেন। এর আগেও তিনি ওই পত্রিকার ২০০৬ ও ২০১৮ সালের সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছিলেন। এদিকে তার এমন কৃতিত্বে আনন্দে নিজ উপজেলা ঝিনাইদহ কালীগঞ্জের মিডিয়াকর্মিদের মধ্যে আনন্দে পর¯পরের মধ্যে মিষ্টিমুখ করতে দেখা গেছে। আজাদ রহমান কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের মরহুম নুর আলী মন্ডলের পুত্র। মাতা রোকেয়া বেগম। একমাত্র ভাই উচ্চ শিক্ষিত
ইফতেখারুল ইসলাম বিপুল। স্ত্রী শিক্ষিকা আক্তার জাহান শিল্পী, একমাত্র কন্যা ৮ম শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান গ্লোরী। ব্যক্তিগত জীবনে আজাদ রহমান অত্যন্ত সৎ ও নির্ভিক। কর্মদক্ষতা ও পরিশ্রম তাকে ৩য় বারের মত সেরা বানিয়েছে। বিশেষ করে তার অনুসন্ধ্যানীমূলক প্রতিবেদন খানিকটা ব্যতিক্রমী। প্রথমে যশোর থেকে প্রকাশিত রানার দিয়ে শুরু করেন ১৯৮৯ সালে। এরপর ১৯৯১ সালে দৈনিক পূর্বাঞ্চালে যোগদেন। এ পত্রিকায় ১৯৯৪ সালে সেরা রিপোর্টারের পুরুষ্কার পান। পরে ১৯৯৬ সালে দৈনিক লোক সমাজে যোগ দিয়ে ৯৮’তে সেরা সাংবাদিকের পুরষ্কার পান। এরপর ১৯৯৮ সালে দৈনিক প্রথম আলো প্রকাশিত হলে তিনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন। পত্রিকাটি অল্প দিনে নিজেদের অবস্থান তৈরী করে নেয়। পত্রিকাটিতে প্রতিনিধি হিসেবে আজাদ রহমান দিনরাত পরিশ্রম করে শেকড়ের মানুষের সুখ দুঃখ, অবহেলা, দূর্নিতী, সম্ভাবনা পত্রিকার পাতায় অত্যন্ত সূক্ষভাবে তুলে ধরে অত্যন্ত পাঠকপ্রিয় হন। বিশেষ করে শত শত হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অজানা অভাব অভিযোগের গল্প তুলে ধরে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি করায় তিনি হন সমাদৃত। তার কর্মদক্ষতা নিজ পত্রিকার কর্মকর্তাদেরও নজর কাড়ে। ২০০৭ সালে তাকে পত্রিকার প্রতিনিধি থেকে নিজস্ব প্রতিবেদকে সম্মানিত করা হয়।
তিনি অত্যন্ত নির্ভয়ে দূর্নিতীর খবর তুলে ধরে নিজে আপোষহীন থাকায় কয়েকদফা মিথ্যা মামলার শিকার হয়েছেন।
যা সঠিক তদন্ত এবং তার সহকর্মিদের প্রতিবাদের মুখে স্থায়ী হয়নি। কলমসৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান ৩য় বারের মত চলতি ২০২৩ সালেও প্রথম আলোর দেশ সেরা সাংবাদিকের পুরষ্কারে সম্মানিত করায় প্রথম আলোর কর্মকর্তা ও আজাদ রহমানকে কালীগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
No comments