ঝিনাইদহে ইমামদের সাথে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন মসজিদের দায়িত্ব পালনরত ইমামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু প্রতিরোধ.জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম এবং উপজেলার সার্বিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজিম-উল-আহসান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব মাহামুদুল্লা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মসজিদের দায়িত্ব পালনরত ইমামসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




No comments

Powered by Blogger.