ঝিনাইদহ এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ঝিনাইদহের এইচএসএস সড়ক দোকান মালিক সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

শুক্রবার বিকেলে শহরের উজির আলী স্কুল মাঠে এ খেলার অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় গোলাপি দল বনাম হলুদ দল।

বিকাল ৪টায় উদ্বোধীন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বল মাঠে গড়ায়। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলে খেলা। শত শত দর্শকের উপস্থিতিতে চলে তীব্র প্রতিযোগিতা। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় হলুদ দল গোল দিলে তা অফসাইডের কারণে বাতিল হয়। আবারো চলে প্রতিযোগিতা। প্রথমার্ধে গোলাপী দল এক গোল দিয়ে দলকে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমন শুরু করে হলুদ দলের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় হলুদ দল একটি গোল করে দল সমতায় আনে। ১০ মিনিট পরে রক্ষণভাগের দুর্বলতায় গোল দেওয়ার পরিবর্তে পাল্টা আরও এক গোল হজম করে গোলাপি দল। খেলা শেষের ৫ মিনিট আগে আরও এক গোল হজম করে গোলাপি দল। ৩-১ গোলে খেলা শেষ হয়। খেলায় ২ গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়। এছাড়াও উভয় দলের ৩০ জন খেলোয়াড়কে মেডেল পুরস্কার দেওয়া হয়।। খেলাটি পরিচালনা করেন এইচ এস এস সড়কের সদস্য আলমগীর হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু, সহ-সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, এইচএসএস সড়কের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি, সহ-সহ-সভাপতি ইশতিয়াক মাহমুদ পাভেল, ইসলাম বাবু, সহ-সম্পাদক রুবেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




No comments

Powered by Blogger.