পূজা পরিষদের নেতা মহেন্দ্র নাথ রায়ের পূর্ব পুরুষদের বিদেহী আত্মার মঙ্গলার্থে আলোচনা সভায় শতাধিক সম্মানিত উপস্থিতি বৃন্দের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ
নিজস্ব প্রতিবেদক॥
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায়ের পূর্ব পুরুষদের বিদেহী আত্মার মঙ্গলার্থে স্মৃতিচারণ বিদেহী আত্মার শান্তি কামনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূজা উদ্যাপন পরিষদের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মহেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে সভায় শুভ উদ্বোধক ছিলেন রামনগর কলেজে প্রাক্তান অধ্যাপক দেবেন্দ্র নাথ রায়। কালীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার খাঁর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ছিলেন, কালীগঞ্জ উপজেলা ছাত্র-যুব-ঐক্য পরিষদের সভাপতি বলরাম দাস, প্রাক্তন প্রধান শিক্ষক অজিৎ কুমার দাস, সিংড়া সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নৃপেন্দ্র নাথ রায়, সিংড়া বিহারী লাল ডিগ্রী কলেজের অধ্যাপক ব্রজেন্দ্র সরকার, মনোহারপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ^াস, কালীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মদন বিশ^াস প্রমূখ। এসময় শতাধিক সম্মানিত উপস্থিতি বৃন্দের মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, ফতুয়াসহ নিরামিষ অন্ন, সবজি, ডাল, ছানার রসা ও মিষ্টান্ন বিতরণ করা হয়।
No comments