ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে কালীগঞ্জে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামি বিপ্লবী জনতার পক্ষে গণহত্যার বন্ধের দাবিতে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় মেইন বাসস্ট্যান্ডের টার্মিনাল থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ফিলিস্তিত স্বাধীন করো, আল আকসা মুক্ত করো ও ইসরাইল নিপাত যাক শ্লোগানে শ্লোগানে ফেটে পড়ে উপস্থিত জনতা। এর আগে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা রুহুল আমিন, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির আবু তালিব, ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক হাফেজ হেদায়েতুল্লাহ, পৌর ইমাম পরিসদের সভাপতি হাফিজুর রহমান ও মাওলানা মাসুম বিল্লাহ সহ হাজার হাজার মানুষ মিছিলে যোগ দেন। সমাবেশ পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ।




No comments

Powered by Blogger.